Skip to main content

Kolkata'r Meye

 

কলকাতার মেয়ে 


সৌদামিনী স্কটিশ চার্চ কলেজে পড়া ছাত্রী । তার বয়েস হবে বাইশ, কিন্তু আজকালকার হালফ্যাসনের সাথে মানিয়ে চলতে এখনও বিয়ের কথা হয়ে ওঠেনি তার। তার ছোটবেলা কাটে তুলসীপুরে, রায় চৌধুরীদের বাড়ির পাশে তাদের বাগান বাড়িতে। মা গত হয়েছিলেন তার জন্মের সময় তাই হয়তো রায় চৌধুরী গিন্নির যখন একই পরিণাম ঘটলো, সৌদামিনী বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় প্রায়ে সমোবয়েসি সোমনাথের দিকে। রায় চৌধুরীদের সাথে ঘনিষ্ঠতা বারে ভৌমিক বাড়ির আর সেই সূত্রেই পিতারা একমত হন এক প্রস্তাবে, বড় ছেলে অনিরুদ্ধ বিলেত থেকে এলে সেবাড়ির বউ হবে সে। তখন তার বয়েস চোদ্দ। নিজেকে অনিরুদ্ধের যোগ্য করে তুলতে চায় সৌদামিনী। বাবাকে বলে তুলসীপুর থেকে, বালুরঘাটের ইসস্কুলে নাম লিখিয়ে হবেনা তার বিদ্যাচর্চা। তুলসীপুর ছেড়ে তারা চলে আসে কলকাতা। এবং কলকাতা এসে থেকে অনিরুদ্ধের সাথে শুধুমাত্র পত্র সুত্রে কথা হয় তার। সে বোঝেনা হঠাৎ কেন কিছু বছর পর, অনিরুদ্ধ চিঠিতে ভালোবাসার ইঙ্গিত দেয়। কতটাই বা চেনে ওরা একে অপরকে? অনিরুদ্ধ তো আর পাঁচটা গ্রামের ছেলের মতন সহজ সরল না। সে কি করে ভুল বুঝতে পারে ভালোবাসার অনুভূতিকে? নাকি সৌদামিনী বোকা, বোঝেনা কিছু?

সৌদামিনী সুভাষিণী, সুন্দরী ও সুলক্ষণা। কলকাতাতে দীর্ঘ দিন থেকে সে অনুভব করে এই পৃথিবীটা তুলসীপুর ও রায় চৌধুরী বাড়ির থেকে অনেক বড়। অনিরুদ্ধ বিলেত থেকে লেখা চিঠিতে জানায় তাকে লন্ডনের কথা। সেই অজানা পৃথিবী দেখার ইচ্ছা হয় সৌদামিনীর। আর তার মনের অন্ধকারে আলো হয়ে দাঁড়ায় অনিরুদ্ধ। তার হাত ধরেই সে মুক্তি পাবে তার ছোট্ট পৃথিবী থেকে, আর পারি দেবে সুদূর বিদেশে। অনিরুদ্ধের ভূমিকা তার জীবনে এইটুকুই থেকে যায়, একটা দরকার মাত্র; একটি স্বপ্নপূরণের চাবিকাঠি। প্রেম পত্র আদান প্রদানের প্রথাটা মন্দ লাগেনা তার, তাই অনেক কথা শুধু শুনতে ভালো লাগছে বলে না ভেবেই লিখে দেয় সে। তার কি দোষ ধরা চলে তাতে ? তার পৃথিবীতে অনিরুদ্ধ ছাড়া কোনো পুরুষের আগমন ঘটেনি সেই ছোটবেলা থেকে। ভালোবাসা তার কাছে শরৎচন্দ্রের লেখা উপন্যাস মাত্র। তার আর কোনো অর্থ বোঝেনা সে। তবে যেদিন বাবা ম্লান মুখে এসে বলে তুলসীপুরে ঘটে যাওয়া সেই মহাপাপের কথা, এবং অনিরুদ্ধের পাগলামির নমুনা, যার দরুন সে নাকি আর বিদেশেই যাবেনা, হঠাৎ যেন হাপ ছেড়ে বাঁচে সৌদামিনী। একদিকে মনে মনে ভাবে কলকাতার জীবনযাপনের পর তার পক্ষে সম্ভব হতনা গ্রামের বউ হয়ে ওঠা, অন্য দিকে সে চিনতে চায় সেই মেয়ে কে যে অজান্তে তার এত বড় উপকার করেছে। সৌদামিনী সেদিন প্রথমবার নিজের কাছে স্বীকার করে একটা কঠোর সত্য যা বুকের কোণে লুকিয়ে সে বেঁচে ছিল এতদিন এক স্বপ্ন পূরণের আশায়। সে কোনদিন অনিরুদ্ধকে ভালোবাসেনি । ভালো বেসেছিল লন্ডন যাবার স্বপ্ন কে, ভালো বেসেছিল অনিরুদ্ধের অজুহাতে পাওয়া এই জীবনটাকে, তার ইংলিশ গান, পার্টি ও বইগুলোকে; এই বিরাট পৃথিবীটাকে যেটার ঠিকানা জানতনা সে। সৌদামিনীর বয়েস তখন হয়তো আঠেরো। মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবাকে দেখে একবার মাত্র অল্পক্ষণের জন্য অনিরুদ্ধের উপর ক্ষুব্ধ হয়েছিল সে। তারপর সে ঠিক করেছিল নিজের ভবিষ্যৎ নিজের দায়িত্বে গড়বে। পড়াশুনয়ে মন দেয় সে। 


বছর দুই আগে হঠাৎ একদিন তার দরজায় এসে দাড়ায়ে অনিরুদ্ধ। সত্যি বলতে চিনতেই পারেনি সে এতদিন পর তাকে। হয়তো তাকে নিজের দোড়গোড়ায় আশা করেনি বলেই। ক্ষমা চায় অনিরুদ্ধ, খুশি হয় জেনে যে বাচ্চাদের পড়ায়ে সৌদামিনী, কলেজেও যায়ে। খানিকটা ইতস্তত করে বলে বন্দিতার কথা। মেয়েটি মেধাবী। তাকেও কলেজ পাঠানোর ইচ্ছা তার।
“তা বেশ তো! আমার কাছে নিয়ে আসবেন, আমি শিখিয়ে পড়িয়ে দেব, ইন্টারভিউ তে কোনো সমস্যা হবেনা। আমার দক্ষিণা হিসেবে ওই গরীব বাচ্চাগুলোকে কিছু বই দেবেন।” তার প্রস্তাবে হাসে অনিরুদ্ধ। জানায় তার সবে দশ বছর বয়েস। অবাক হয় সৌদামিনী। বয়েস না বললে, অনিরুদ্ধের কথা শুনে মনে হত খুব ভালোবাসে সে স্ত্রী কে, এখন মনে হল, স্নেহ করে। দুটো কি আলাদা? তা তো জানেন সৌদামিনী। শুধায় সোমনাথ, বটুক ও পরিবারের কথা। অনিরুদ্ধ হয়তো কিছুটা অপরাধবোধেই তাকে সাহায্য় করতে চায়। আসে তার শিষ্যদের নতুন বই। শেষমেশ অপরাধ বোধে সত্যিটা তাকে বলে ফেলে সৌদামিনী, তাকে সে কোনদিন ভালোবাসেনি। নিজের স্বপ্ন পূরণের জন্য দরকার ছিল তার। ক্ষমা চায়। ভয় তাকায়না তার দিকে। অনিরুদ্ধ কোনো কথা না বলে চলে যায় সেদিন। সৌদামিনী ভাবে সেই শেষবার দেখবে সে রায় চৌধুরী বাড়ির কাউকে। অনিরুদ্ধের অভিমান হওয়াটাই স্বাভাবিক। 


কিন্তু তার দু’সপ্তাহ পর চিঠি আসে তার নামে, তুলসীপুরে পুজোর নিমন্ত্রণ। আবার শুরু হয় এক নতুন সম্পর্ক। তুলসীপুরে যাতায়াত। বন্ধুত্ব। সোমনাথ, অনিরুদ্ধ ও বটুকের সাথে তো বটেই, বন্দিতার সাথেও। তার মতো গুণী মেয়ে খুব কম দেখেছে সৌদামিনী। মাঝে মাঝে ভেবে অবাক লাগে তার। এত গুণ তার নিজের, ইংলিশ জানে, বুনতে পারে, রান্না করতে পারে কত রকম ইংলিশ বেকিং জানে। পার্টিতে দৃষ্টি আকর্ষণ করার মতন রূপ তার। তবুও কোনদিন বিলেত ফেরত অনিরুদ্ধের যোগ্য মনে করেনি সে নিজেকে। আরো ভালো হতে চেয়েছে বার বার। কিন্তু বন্দিতা? কতই বা বয়েস তার? প্রশ্নের ফুলঝুরি ঝরে মুখ দিয়ে। ইংরিজি শব্দ উচ্চারণ করতে গিয়ে হোচট খেয়ে হেঁসে ফেলে সে তবু শেখার ইচ্ছা প্রবল। গিন্নি সে রায় চৌধুরীদের। অধিকারের সাথে শাসন করে ঠাকুরপোদের, খেয়াল রাখে শ্বশুরদের । নিজের তর্ক দিয়ে পার্থক্য আনতে চায়ে সে সমাজে। দেশের নারীদের কল্যাণের জন্য অনেক স্বপ্ন তার কচি মনে। সেই সব স্বপ্ন পূরণ করবে তার স্বামী, কেমন সহজেই বলে ফেলে সৌদামিনীকে সে সেসব কথা। এগারো বছরের বন্দিতার পরী দিদি হয়ে ওঠে সে। “তোমায় কি সুন্দর দেখতে গো দিদি, ঠিক পরীর মতন।” হেসে বলে সে। 

“তোমকেও সুন্দর দেখতে, ভাই।”

“ধুর, তোমার মত না মোটেও। তুমি তো কলেজ যাও , কত কি জানো ।” বন্দিতার প্রশ্নবান শুরু হয় তার পরেই, কলেজ কেমন জিনিস তা নিয়ে। 


 অনিরুদ্ধকে বন্দিতার দিকে বারবার গর্বের সাথে চাইতে দেখেছে সৌদামিনী। সেরকম সে তাকে কোনদিন দেখেনি, এমনকি সোমনাথ যখন ক্লাসে প্রথম হল সেদিনও না। হয়তো এটাই নিয়তি, এটাই ভালোবাসা। বন্দিতা আর অনিরুদ্ধ জানেনা তাদের কাছে যা আছে তা কতটা মূল্যবান। অনিরুদ্ধকে বললে অস্বীকার করবে সে, কারণ বারংবার সে সবাইকে মনে করিয়ে দেয়, বন্দিতা শিশু, তার পুতুলখেলা ও পড়াশুনার দিনগুলো তাদের সম্পর্কের বন্ধনে বাধতে চায়না সে। সম্পর্কটা থেকে যাবে, কিন্তু স্ত্রীর শিক্ষার প্রতি সে কোনো বাধা চায়না। সৌদামিনী বোঝে সেটা, কারণ প্রথমবার তাদের দেখে তার মনে হয়, শরৎচন্দ্রের লেখার বাইরে জগতেও প্রেম আছে, এবং তা সে স্বচক্ষে দেখেছে। 





Comments

Popular posts from this blog

Tulsipur

When the country was ignited with the fiery spirit of freedom, on one side, Yugantar Dol was attacking the offices of the British government one after another, and on the other, the treasuries or officials were being constantly targeted or gunned down, how could Tulsipur, a small village in a corner of Dinajpur, be left out of it? People were joining Congress or Bengal Volunteers in groups in a bid to contribute to the movement.  Zamindar Trilochan Roy Chowdhury was now fifty-four years old. He remained unmarried throughout his life, being a parent to his three motherless nephews. He managed his great-grandfather's estates, and he was unwilling to sell his pride in the greed of the title of Ray Bahaduri to the British. He had to fight regularly for that.  This was the end of winter. Just as he was about to sip his morning tea, the old servant Bihari came and informed him that an officer of Balurghat Police Station had come to meet him. Zamindar Trilochan Roy Chowdhury sent for anot

The Girl From Kolkata

Soudamini was a student of Scottish Church College. She would be twenty-two years old, but in keeping with the day’s city life and fashion, she was not married yet. She spent her childhood in Tulsipur, in their garden house next to the Roy Chowdhurys' house. Her mother passed away at the time of her birth so perhaps when the Roy Chowdhury's mother suffered the same fate, Soudamini extended the hand of friendship to Somnath who was almost her age. Bhowmik Bari's closeness with Roy Chowdhury increased and on that basis, the fathers agreed on a proposal; when the eldest son Aniruddha came from abroad, she would be his wife. She was fourteen years old then. Soudamini wanted to make herself worthy of Aniruddha. She told her father that education at Balurghat’s English school was not enough to be a Barrister’s wife abroad. They left Tulsipur and came to Kolkata so that her father could enrol her for better education and grooming classes. Since she came to Calcutta, she spoke to A

Towards You

Kunwar Pratap and Ajabde were friends. He didn't feel awkward sharing his plans and thoughts with her anymore. She was more than happy to advise him on everything. She was happy he listened to her advice before taking or discarding them, be it on what to wear to Padmavati's Sagai or how to befriend the revolting Bhils. He loved the way Ajabde always used metaphors from Puranas and Ramayanas to explain the toughest things so easily. She expressed herself so well, so easily that it amazed him.   The Afghans were now led by Mehmood Shah. They have made secret territories in the forests and waited to attack. Rawatji and his spies had confirmed the news and Udai Singh had warned Mehmood Shah to withdraw his troops from Mewar in vain. Now, it was time they declared war. Mehmood Shah had limited resources in Mewar. And his spies clearly suggested that in no way could he win, especially with Kunwar Pratap leading his troops. He was having second thoughts about the war. One of his aides

The Zamindar’s Wife

"O Bou , looks like you have invited the daughter-in-law of the Zamindar house too!” Uma Thakuma said in a slightly displeased tone. Sampurna looked up at her mother-in-law, worried. Her age was not more than twenty-two, but she had been married for a long time though nobody kept track of years in villages. After such a long unfruitful marriage, there was a reason for happiness in the family, today was her Sadhpuron .  How could she have not invited the little sister who was her nearest relative in the village, to her baby shower? Even when Bondita was the daughter-in-law of the Zamindar's house, did it erase their blood relationship and grow into merely their class division? Her mother-in-law lowered her voice when she said, “Even if you invite her, she will not come. They are our God, have you ever heard that God comes down to earth to the house of the poor, my child?” However, Uma Thakuma’s tone was different when she saw Bondita, the daughter-in-law of the Zamindars.  &qu

Barrister Babu

Original in Bengali “What is this? How many times have I forbidden you, Devaditya?” Barrister Aniruddha Roy Chowdhury, the Choto Malik of Tulsipur said, feeling somewhat awkward as the Khajanchi's son Devaditya’s hand stopped on the briefcase at his stare. Aniruddha was now twenty-eight or twenty-nine, and though he was against the grandeur of the zamindars, his nobility and good nature reflected his pedigree. But like other privileged Bengalis, he did not support the Britishers. He was not hesitant to protest against any wrongs if need be. "I...I mean, you hired me, Malik , so..." Devaditya had to stop at Aniruddha's glare. He knew this look well. He has seen with his own eyes what terrible things could happen when the Choto Zamindar Babu got angry.  “You are my childhood friend Devaditya, you may work here but that doesn't mean you will open my car door when I come home. You are my colleague, my childhood friend, no matter what anyone says, I respect you, don&

Tulsipurer Kotha

তুলসীপুরের কথা দেশ যখন স্বাধীনতা সংগ্রামের আগুনে জলছে, একদিকে চলছে যুগান্তর দলের একের পর এক আক্রমণ ইংরেজ সরকারের দফতরে, কোষাগারে, কিংবা নিশানা হচ্ছেন বড় বড় সরকারী কর্মচারী, দিনাজপুরের এক কোণের ছোট্ট গ্রাম তুলসীপুর তার থেকে বাদ যায় কি করে? স্বদেশী আন্দোলনে দলে দলে ছেলেমেয়েরা যোগ দিচ্ছে কংগ্রেস কিংবা বেঙ্গল ভলেনটিয়ার্সে। জমিদার ত্রিলোচন রায় চৌধুরীর বয়েস এখন পঞ্চাশ ছুঁই ছুঁই। বিয়ে তিনি করেননি। প্রপিতামহের জমিদারি তিনি সামলান। মানুষ করেছেন মাতৃহীন তিন ভ্রাতুসপুত্রদের এবং ইংরেজদের রায় বাহাদুরী খেতাবের লোভে দেশ বেচতে নারাজ তিনি। তার জন্য নিয়মিত ঝক্কি পোয়াতে হয় তাকে। এই যেমন শীতের শেষের দিক এখন। সকালের চাটায় সবে চুমুক দিতে যাবেন এমন সময়ে পুরোনো চাকর বিহারী এসে জানায় বালুরঘাট থানার পুলিশ এসেছে দেখা করতে। আর এক পেয়ালা চা আনতে পাঠিয়ে সোজা হয়ে বসেন জমিদার ত্রিলোচন রায় চৌধুরী। ডাক পরে তার ইংরিজি বলা, সাহেবদের সাথে ওঠাবসা করা ছোট ভাইয়ের।দুই ভাইয়ের এই একটি বিষয় ঘরতর অমিল। বিনয় রায় চৌধুরীর সাথে তার বড় ছেলের চেহারার অনেক মিল, ছেলের চল্লিশে পা পড়লে হয়তো এমনই চেহারা হবে তার।   সাহেব পুলিশ এসে দাড়াল জমিদ

My Everything

Kunwar Pratap stormed into the Mahal at Gogunda. Happy faces of the chieftains and soldiers welcomed him as Rao Ramrakh and Rawatji stopped the ongoing Raj tilak. A visibly scared Kunwar Jagmal looked clueless at a visibly angry Kunwar Pratap. Rani Dheerbai Bhattiyani hadn't expected this son of Mewar to show up that too twenty-one days after his father's death. He was not informed as per Dheerbai's instructions. She looked at Rawat Ji. He must have gone to Raoji at Bijolia. No one except them knew where Kunwar Pratap was staying. It was for the safety of his family. " What are you doing Chotima?" A disappointed voice came. She could stoop down so low? " We were about to inform you..." She spoke up in her defence. " When Dheerbai ji?" Maharani Jaivanta Bai, clad in white entered the hall as people bowed before her. " After your son's coronation?" " I did nothing Badima I swear!" A low voice came from Jagmal. " Maha

Tiny Steps

" Akhiyan Hari Darshan Ko Pyasi. Akhiyaan Hari Darshan ko Pyaasi. Dekhio Chahat Komal Nayan Ko, Nisdina rehta udaasi. " Pratap's eyebrows narrowed before he slowly opened his eyes. He seemed to have fallen asleep lost in his thoughts. When; he couldn't tell. Today, for the first time he had missed the first rays of the sun. He sat up as the light of the morning sun fell into the room from the eastern window a little to the left of the bed. " Kesar tilak motin ki Maala, vrindavan ke vaasi." Pratap had heard this song too many times from Ranima. But the voice was not Ranima's. He immediately looked to his left at the empty place separated by the pillows as realisation dawned. He quickly removed the pillows from in between and placed them back before making his way towards the song. " Neh lagaye tyag gayen trin sam dhal gaye gal faasi. "   He stopped to spot the figure at the far end of the room. Her back was to him, she was still in the simple je

New Dawns

Ajabde entered Jaivanta Bai's puja Ghar to push through the crowd and reach the front. Standing beside Ranima she prayed. Eyes closed. Hands folded. Please protect Kunwarsa Kanha Ji. I won't ask for Bijolia's protection because I know, that once he is safe, so will Bijolia. She calmed her racing heart and her worries, to stand by Padmavati. With her impending wedding she was the most vulnerable now, Ajabde thought. Rana ji walked in for the aarti from Ranima as Kunwar Pratap and Kunwar Shakti followed. His eyes searched the crowd of hidden faces and found hers. How? She couldn't tell. But she felt good that he could find her.   He stared at her, his eyes full of worry as she nodded with a reassuring smile he could make out, beneath the semi-transparent veil. He knew she was just trying to reassure him when she needed the same. He looked away as fear crept in. Kunwar Pratap Singh was never in turmoil going to war, he had always looked forward to it, facing his enemies, a