Skip to main content

Posts

Showing posts from December, 2024

Express

The fashion during those days was that during winter holidays people of Calcutta used to go to villages for change. Aniruddha's first friend in advocacy life was Shekhar Mukherjee. He is the son of a business family in Calcutta. Their gold business had been around for a long time. Since Aniruddha told him about Tulsipur, Shekhar wanted to go and spend a few days there. First Aniruddha avoided it. He did not know how Shekhar would view his family and village life, apart from that he did not tell his friend anything about Bondita as well. All he knew was that Aniruddha was married. Aniruddha didn't want Shekhar to see their relationship wrongly after hearing about his friend's child marriage and not understanding his situation. But Shekhar was adamant about going to Tulsipur. Hence Aniruddha was forced to tell him everything. But his reaction was unexpected. Shekhar understood that Aniruddha's married life was not normal even though he didn't say it. It suddenly occur...

Prokash

  প্রকাশ   শীতের ছুটিতে কলকাতার লোকেদের ছিল বাইরে গিয়ে হওয়া বদলের চল। অনিরুদ্ধর ওকালতি জীবনের প্রথম বন্ধু শেখর মুখার্জী। সে কলকাতায় এক বনেদী পরিবারের ছেলে। তাদের সোনার ব্যবসা অনেকদিনের। অনিরুদ্ধের মুখে তুলশিপুরের কথা শোনার পর থেকেই শেখরের ইচ্ছা সেখানে গিয়ে কদিন কাটিয়ে আসে। প্রথম প্রথম অনিরুদ্ধ তাতে বাঁধা দেয়। তার পরিবার ও গ্রামের জীবন যাপনকে শেখর কি দৃষ্টিতে দেখবে তা তার জানা নেই, তা ছাড়া বন্দিতার ব্যাপারেও কিছু বলেনি সে বন্ধুকে। সে শুধু জানে অনিরুদ্ধ বিবাহিত। যদি বন্ধুর বাল্যবিবহের কথা শুনে তার পরিস্থিতি বুঝতে না পেরে শেখর তাদের সম্পর্ককে ভুল ভাবে দেখে তা আর পাঁচ কান হোক সেটা অনিরুদ্ধ চায়না । কিন্তু শেখর নাছোড়বান্দা সে তুলশিপুর যাবেই। অগত্যা সব খুলে বলে তাকে অনিরুদ্ধ। কিন্তু তার প্রতিক্রিয়া একেবারে অপ্রত্যাশিত। অনিরুদ্ধের বন্দিতার সাথে স্বাভাবিক সম্পর্ক নেই তা সহজেই বোঝে শেখর তার না বলা সত্যেও। তাতে হঠাৎ তার মনে হয় এই নতুন পাতানো বন্ধুটি কামরসের মোহ থেকে যে দীর্ঘ জীবন বঞ্চিত তা সে বদলে ছাড়বে। অনিরুদ্ধকে সে আমন্ত্রণ জানায় চিতপুরে এক বাঈজীবাড়ির আসরে। তার আসল মতলব চেপে যায় অনিরু...