Skip to main content

Upolobdhi

 

উপলব্ধি 


সেদিন বাড়িতে রান্নাপুজো ছিল । বন্দিতার সেবার প্রথম ভোগ রান্নার পালা। পনেরো বছর বয়েস অবধি তাকে একা ভোগ রান্নার দায়িত্ব দিতে চায়নি ত্রিলোচন বাবু। সেবার তার বয়েস ষোল হলে ত্রিলোচন বাবু জানায় ঠিক অনিরুদ্ধের মায়ের মতন ওই একই বয়েস থেকে সম্পূর্ণ ভোগ রান্না করবে সে। অনিরুদ্ধ প্রতিবাদ করে। “বন্দিতার এখন বয়েস এইসব করার? সামনে পরীক্ষা ওর।” ত্রিলোচন বাবুর চাউনিতে থেমে যায় সে। জ্যাঠামশাইয়ের হাবভাবটা এমন যেন তিনি জানতেন অনিরুদ্ধ কি কি বলতে পারে। “দেখো বাপু, তোমার স্ত্রী, তুমি পড়াচ্ছ লেখাচ্ছ আমাদের বাঁধা শোন না, আমরা মেনে নিয়েছি। কিন্তু রায় চৌধুরী বাড়ির বড়বউ হওয়া মুখের কথা না। আমাদের বাড়ির রীতি মেনে তাকে চলতেই হবে, আমি এখনও বেঁচে আছি।” তার কথার সুরে থেমে যায় অনিরুদ্ধ।

“আপনি চিন্তা করবেন না। আমি সব পড়া রাত্রে করে রাখবো।” আশ্বাস দেয় বন্দিতা। ‘আর কি, তারপর সারাদিন খেটে শরীর খারাপ হোক, আর পরীক্ষা দিতে হবে না, ভালই তো।” বিদ্রুপ করে অনিরুদ্ধ। বন্দিতা মুচকি হাসে। তাতে আরো রাগ হয় তার। “হাসছো কেন? মশকরা করছি আমি?” বন্দিতা আঁচল টেনে নেয় মাথার উপর। “আমি না করলে কে করবে এসব?” তার প্রশ্নে পাকা গিন্নির ভাব। “হুঃ, ছোট আছো ছোটদের মতো থাক, হঠাৎ করে বড় হওয়ার শখ করে নিজের পড়াশুনা, শৈশব জলাঞ্জলি দেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ না।”
“বুঝলাম, জানলাম, শিখলাম।” বিজ্ঞের মতো মাথা নাড়ে বন্দিতা। “কিন্তু আমি কি আর ছোট আছি?” হেসে বলে সে, “দেখেন না আপনি? আমি কি আর পুতুল খেলি নাকি?” হাক দেন ত্রিলোচন বাবু “বৌমা, চাটা পাবো কি?” সারা দিয়ে দৌড়ে বেরিয়ে যায় বন্দিতা। হঠাৎ যেন তার কথা মনে ধরে অনিরুদ্ধের। সত্যি আর পুতুলের বায়না করেনা সে বহুদিন হল। আগে বন্দিতার পুতুলের বিয়ে হলে সে কি হুলুস্থুল কান্ড হত বাড়িতে। কয়েলি ভালোমন্দ রান্না করত, সম্পূর্ণা আসত, বটুক হত বরকত্তা। মাঝে মধ্যে সৌদামিনীও আসত বন্দিতার জন্য বিদেশী doll নিয়ে। অনিরুদ্ধ খেয়াল করেনি কবে বন্দিতার পুতুল খেলা বন্ধ হয়ে গেছে। সত্যি কেমন গিন্নি হয়ে উঠেছে সে।

সকাল থেকে গ্রামের লোকজনের আনাগোনা লেগেই থাকে। বন্দিতাও ব্যস্ত রান্নাঘরে। কিছু মহিলারা আসেন গ্রাম থেকে সকাল সকাল ভোগ রান্নায় সাহায্য করতে। বন্দিতার এক পলক সময় নেই তখন। অনিরুদ্ধের চাও আজ বিহারী করে দেয়। এক চুমুক দিয়ে বিরক্ত লাগে তার। ভাল হয়েছে কিন্তু বন্দিতা অনেক বেশি ভাল বানায়। বৌমার সব কাজের যত্ন নিয়ে অনেক প্রশংসা জেঠামশাইয়ের। আজ যেন তার মর্ম বোঝে অনিরুদ্ধ। একটা ফাইল হাতে পড়ার ঘরে চলে যায় সে। 

এদিকে সব রান্না সারতে প্রায় বিকেল গড়ায় বন্দিতার। 

“ঠাকুরমশাই আসার আগে তৈরি হয়ে নাও বউরাণী।” কয়েলীর কোথায় সম্পূর্ণা হাতের কাজ সেরে উঠে পরে। “আজ আমি সাজিয়েদি?” জিজ্ঞেস করে সে। বন্দিতা দিদির ইচ্ছায় মাথা নাড়ে। সন্তান না হওয়ায় যা যা শোনে সম্পূর্ণা তার শাউড়ির কাছে তা অজানা না বন্দিতার । ছোটবেলা তাকে সাজাতে সাজাতে বারংবার বলতো দিদি তার খুব মেয়ের শখ। তাকে সাজাবে, নিজের মতো করে। মামী অবশ্য তাতে রেগে যেত “এমন অলুক্ষুণে কথা মুখে আনে কেউ? ছেলে হলে ঘর আলো হয়।” বন্দিতার তখন মাথায় ঘোরে প্রশ্নবান। “তাহলে তোমার বাড়িতে পিদিম জ্বলে কি করে মামী?” কথার উত্তরে পড়েছিল মার। সাজানো শেষ হয়নি সেদিন সম্পূর্ণার। একটা দিকে বেনি নিয়ে দৌড়ে বেরচ্ছিল বন্দিতা তাদের উঠোনে, পেছনে ঠেঙ্গা হাতে মামী। আজ সাজাবে সে বোনকে যত্নে। এত বছরের আশা তার। 


“এই শাড়ীটা ?” একটা লাল বালুচরী শাড়ী তুলে ধরে হাতে সম্পূর্ণা। “এইটা উনি কলকাতা থেকে এনে দিয়েছিলেন  প্রথমবার পুজোয়।” মনে পরে বন্দিতার। “তখন আমি ছোট ছিলাম তো, সামলাতে পারতাম না।”

“এখন পারবি।” সম্পূর্ণা শাড়িটা ধরিয়ে দেয় বন্দিতার হাতে। “আমি ছেড়ে আসি, তুমি ওই বাক্স থেকে গয়না গুলো বের করে রাখো, দিদি।” বন্দিতা দেখিয়ে দেয় আয়নার কাছে তাকে রাখা বাক্স। সেদিকে গিয়েও থেমে যায় সম্পূর্ণা। তার মনে পরে স্বামীর কথা। তারা মনিব। দূরত্ব বজায় না রাখলে শেষে যদি বিপদে পর কোথায় যাব আমরা? গয়নার বাক্সটা বেশ বড়। কৌতুহল হয় সম্পূর্ণার। কিন্তু সামলে নেয় সে। তার বোন আজ জমিদারবাড়ির বড় বউ। তার গয়না থাকবে তাই তো স্বাভাবিক। তার মতো অভাগী নয় বন্দিতা। শাড়ির আঁচল ঠিক করতে করতে বেরিয়ে আসে বন্দিতা। “এ কি দিদি? গয়না বের করনি ?” 

“তোর পছন্দের তুই পর ভাই, আমি বুঝিনা।” হেসে বলে সম্পূর্ণা। “আয় আমি কাজল লালী পরিয়ে দি।”

“লালী পরলে উনি বকবেন দিদি, সেবার মনে নেই?”

“ধুর বোকা, তখন ছোট ছিলিস তুই। আজ বাড়িতে অনুষ্ঠান, তুই না সাজলে হয়?” সম্পূর্ণা কথা শোনে না বন্দিতার। সত্যি সে অনেক বড় হয়ে গেছে। একা একা দিব্যি শাড়ি পড়েছে। সম্পূর্ণা চলে যায় । ঘড়ির দিকে তাকিয়ে তাড়াতাড়ি গয়না পরতে বসে বন্দিতা। 


অনিরুদ্ধ সোমনাথের তাড়ায় বিরক্ত হয়েই ঘরে ঢোকে সেদিন। ঢুকেই তার চোখ পড়ে বন্দিতার উপর। খাটের কোণে বসে গয়না পড়ছে সে। হাতের চুরি, মানতাসা, আংটি, সীতাহার, দুল সব বের করেছে। হঠাৎ শাড়িটা চিনতে পারে অনিরুদ্ধ। সেবার খুব ইতস্তত করে প্রথমবার শাড়ি কিনেছিল সে। জ্যাঠামোসাইয়ের আদেশ। বা হয়তো বন্দিতাকে তার মায়ের জন্য মহালয়ার দিন কাঁদতে দেখে অনুশোচনা। ছোট বন্দিতার সেই শাড়ী সামলাতে হিমশিম অবস্থা। তারপর আর পড়তে দেখেনি তাকে এই শাড়িটা। তাকে দেখে মুখ তুলে চায় বন্দিতা। “আপনার পাঞ্জাবি বের করে রেখেছি।” আঁচলে চাবি বেঁধে বলে সে, “তাড়াতাড়ি চলে আসবেন নিচে।” বন্দিতা ভয় ভয় তাকায় স্বামীর দিকে, লালী দেখে এই বুঝি বোকা দিলেন উনি। কিন্তু কথা বেরোয়না অনিরুদ্ধের মুখ থেকে। মাথা নাড়ে কেবল। প্রথমবার কেমন বড় লাগে বন্দিতাকে, যেন নতুন করে দেখছে সে স্ত্রীকে। নিজের এই উপলব্ধিতে অস্বস্তি বোধ করে অনিরুদ্ধ। বন্দিতার উপর বারংবার নজর যায় তার সারা সন্ধ্যে। দু একবার অপ্রত্যাশিতভাবে চোখাচোখি হলে কেমন লাগে অনিরুদ্ধের। সারাদিন পর সবাই চলে গেলে যখন ঘরে আসে বন্দিতা, অনিরুদ্ধ তখন পড়ার ঘরে। ক্লান্তভাবে খোপার জুইয়ের মালা খুলে ফেলে সে। গয়না গুলো খোলে এক এক করে। সবে শাড়ি বের করতে যাবে, এমন সময় কয়েলি এসে জানায়, “ছোট মালিক ডাকছেন আপনাকে, পড়ার ঘরে।” হঠাৎ রাগ হয় বন্দিতার। এত খাটনির পর পড়তে হবে তাকে? কোন দয়মায়া নেই ব্যারিসট্রা বাবুর? কোমর বেঁধে ঝগড়া করবে, এমনই একটা মনভাব নিয়ে সে যায় পড়ার ঘরে। অনিরুদ্ধ হাতে কাজের খাতা নিয়ে পায়চারি করছিল ঘরে, তার পরিচিত নূপুরের আওয়াজে মাথা না উঠিয়েই “এস” বলে সে। 

“আপনার কি কোন দয়া মায়া নেই?” হঠাৎ তার ক্ষুব্ধ কন্ঠস্বরে বিস্ময় নিয়ে তাকায় অনিরুদ্ধ। দেখে বন্দিতা শাড়ি ছাড়েনি , তার চুল খোলা, ঢেউয়ের মতো, মুখ ক্লান্ত, ভ্রূকুটি নিয়ে তাকিয়ে আছে সে। গলা খাখরায় সে। “মানে ?” 

“এখন আমি পড়তে বসবো না। কিছুতেই না।” মাথা নেড়ে জানিয়ে দেয় বন্দিতা। হেসে ফেলে অনিরুদ্ধ। “কে বলেছে পড়তে ডেকেছি?” হাতের খাতাটা বন্দিতার দিকে এগিয়ে দেয়, “এটা পড়ে বলো তোমার কি মনে হয়।” বন্দিতা জানে ওই খাতায় আছে আসামীর বয়ান। তাকে পড়িয়ে পড়িয়ে জিজ্ঞেস করে অনিরুদ্ধ তার কি মনে হয়। বন্দিতা জানেনা সে কোন সাহায্য করতে পারবে কিনা, কিন্তু সে চেষ্টা করে। খাতা পড়তে পড়তে অভ্যেস বসত ঘরে পায়চারি করে সে, অনিরুদ্ধ বসে পরে আরমকেদাড়ায়। থুতনিতে হাত দিয়ে অন্যমনস্ক হয়ে দেখতে থাকে বন্দিতাকে। হঠাৎ খেয়াল হয়, তার মতো হেটে হেটে পড়ার অভ্যাস করেছে বন্দিতা। তার এলো চুল দুলছে কোমরের কাছে, সিঁথির সিঁদুর ও কপালের টিপটা ফিকে হয়ে গেছে সারাদিন পর। চোখের কাজল গড়িয়েছে সারাদিনের পরিশ্রমে, কিন্তু চোখে যে তার তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পাওয়া যায় তা সারাদিনের ক্লান্তিতেও মেটেনি। বন্দিতা মন দিয়ে পড়তে থাকে আর অনিরুদ্ধ অপেক্ষা করে তার উপদেশের জন্য। হাতটা থুতনিতে ভর দিয়ে টেবিলে রাখতে গিয়ে হুমড়ি খায় সে। যখন পেপার ওয়েটটা তার হাতের ধাক্কায় ভূলুণ্ঠিত হয়, তখন অনিরুদ্ধের বোধ হয় সে এক দৃষ্টে চেয়ে ছিল স্ত্রীয়ের দিকে। ভয় ভয় তাকায় সে বন্দিতার দিকে, তার পেপার ওয়েটের আওয়াজে তাকিয়েছে সে, কিন্তু সে খেয়াল করেনি ঠিক কতক্ষন তার দিকে এক দৃষ্টে চেয়ে ছিল তার স্বামী। অনিরুদ্ধ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। 

“ও কি? ওটা পরে গেল কি করে?” জিজ্ঞেস করে তুলে দেয় তার হাতে বন্দিতা । 

“অন্যমনস্ক ছিলাম বোধ হয়।” তার দিক থেকে মুখ সরিয়ে বলে অনিরুদ্ধ। 

“কোথায় যে আপনার মন থাকে!”

“তা তুমি জানলে আমার রক্ষে ছিল না।”

“কি বললেন?”

“কিছু না।”

“কিছু বললেন যে, আমায় বললেন?”

“না তোমায় বলিনি, নিজেকে বলেছি।”

“একা একা কে কথা বলে?” ভ্রূকুটি করে বন্দিতা। অনিরুদ্ধ জানে তখন তার মন অন্যদিকে না ফেরালে প্রশ্নবান আসবে তারই দিকে। 

“বলো কি বুঝলে, ঘুম পেয়েছে আমার।” 

“তাহলে শুনুন।” হাত নেড়ে তার বক্তব্য জানায়ে বন্দিতা, এক মনে তার দিকে তাকিয়ে শুনতে থাকে অনিরুদ্ধ। সব কথা তার মাথায় ঢোকে না। বন্দিতা তার চাহুনিতে ভুলে যায় সে কি বলছিল, আমতা আমতা করে আবার শুরু করে নিজের বক্তব্য। নিজের মনেই হাসে অনিরুদ্ধ। স্ত্রী অবুঝ হলেও তার চাহনিতে কি বলছে সেটা ভুলে গেলে মন্দ লাগেনা তার। বন্দিতার মতো মেয়েকে এক দৃষ্টিতে চুপ করতে পারা কি কম সৌভাগ্যের কথা?






Popular posts from this blog

Towards You

The Afghans, after Sher Shah Suri's untimely demise, were at loggerheads for power. Their troops near Mewar were now led by Mehmood Shah. They secretly captured territories in the forests and waited to attack Mewari camps when the time was right. Rawat Chundawat and his spies had confirmed the news, and Udai Singh sent a warning to Mehmood Shah to withdraw his troops from Mewar in vain. Now that it was out in the open, it was time they declared war. Mehmood Shah had limited resources in Mewar. His internal rebellion against his commander did not help his cause. His spies clearly suggested that in no way could he win, especially with Kunwar Pratap leading his troops. He was having second thoughts about the war. It was then that one of his aides suggested a perfect plan. Maharani Jaivanta Bai had decided to go to the Mahakaleshwar Temple near the outskirts of Chittorgarh, in the forestlands of Bhilwara. They had travelled a long way and across the Gambhiri river that meandered during...

Purnota: Chapter Twenty Five

I t took Trilochon half a day to figure out something was wrong at home. Since he was back, Somnath did not talk to him at all, and Aniruddha looked visibly upset. They avoided each other at the dining table and the living room. Trilochon was not comfortable with asking Ashalata anything. In the evening, as Kalindi poured tea from the pot, Trilochon groaned inwardly. “It’s not even six months since he got married, and she has started a war between brothers.” Kalindi stopped pouring the tea as she turned to him. “What?” She asked, a little cluelessly. “If I had chosen a bride…” Trilochon stopped at Kalindi’s disapproving stare. “What makes you say that?” She asked rather calmly. “Well, I never saw Som and Aniruddha fight until she came here.” Kalindi looked amused at his words. “You are the type for whom people hate in-laws.” “Pardon?” Trilochon narrowed his brows. “What do you mean?” “Bondita. Ask Bondita.” Kalindi shook her head. “I told her it was a bad idea to work with him.” “You h...

My Everything

Kunwar Pratap stormed into the Mahal at Gogunda amidst uncertainty and chaos. Happy faces of the chieftains and soldiers welcomed him as Rawat Chundawat, and some other chieftains stopped the ongoing Raj Tilak. A visibly scared Kunwar Jagmal looked clueless at a visibly angry Kunwar Pratap. Rani Dheerbai Bhatiyani hadn't expected Kunwar Pratap to show up, that too, despite her conveying to him his father's last wish of crowning Kunwar Jagmal. Twenty-one days after Udai Singh's death, she was finally close to a dream she had dared to dream since Jagmal was born. He was not informed about the Raj Tilak as per Dheerbai's instructions. She eyed Rawat Ji. He must have assembled the chiefs to this revolt against her son, against the dead king. No one except them knew where Kunwar Pratap was staying. It was for the safety of his family. " What are you doing, Chotima?" A disappointed voice was directed at her. She could stoop down so low? For the first time, an anger...

Purnota: Chapter Twenty Seven

A week had passed since Binoy left, and Bondita found herself trying to get used to Aniruddha’s bouts of aloofness. On one hand, she was glad that Binoy and Aniruddha had talked things out and seemed to be on talking terms, but on the other, since Binoy left, she could not help but notice Aniruddha pushing her further away. He barely talked to her except for work, and she did not know what she had done wrong to deserve this coldness. She wished he would talk to her, and she could tell him that he was hurting her, but she kept a brave face and decided not to. At work, she was informed by her Senior Lawyer, Mitra, about the promotion Aniruddha had suggested for her. “A promotion?” She was surprised as he nodded. “Yes, from assisting him to having a cubicle downstairs.” Mitra thought it was good news for her, given how the Boss’s temper ran. Bondita smiled faintly. He also informed her that he would let her know for sure that week. Her desk would be moved soon. Aniruddha was away for a ca...

Purnota: Chapter Twenty Four

Aniruddha let the shower run as his skin erupted into goosebumps under the cold water. He breathed out and removed the locks of wet hair from his face. He turned off the shower, wrapped the towel lowly around his waist and walked back to the room, not caring about the wet floor from the water dripping down his torso. He lay on the bed as his body soaked the blanket. He stared at the ceiling, stretching his arms over his head. Bondita’s promise played on his mind in a loop. “I will not leave… I will never leave.” He wanted to believe her. He wanted one person he could fall back on, trusting them to catch him when he stumbled. But his experiences proved him otherwise. He remembered that day as vividly as if it were yesterday.  He had bought a scarf for Bondita from Palika Bazaar as a truce because he felt bad leaving home after fighting with her. He had tried to be patient with her and sat her down numerous times to make her understand why boarding school would benefit her. Aniruddha...

Purnota: Chapter Twenty Three

“So the question is, do the slum dwellers get their dues to relocate, or do they protest on the road, grabbing media attention? If one of them mentions the sewage project where all this started, we can’t guarantee not dragging certain names then. It will be beyond our control.” Bondita breathed in as she eyed everyone at the table. The conference hall of ARC & Associates had an oval table with a whiteboard, projector and podium and sitting around the table were a stenographer, Bondita’s secondary attorney, Debashish Ghosal, the contractor and his attorney Biswas, the representative of the NGO with the Union leader of the slum, Trilochon, Somnath and Aniruddha. The people of the NGO appreciated her strategy with a nod. Ghoshal looked perplexed as his lawyer whispered something in his ear. Somnath did not look up from the table as Aniruddha passed a note to Trilochon in writing.  “Now the decision is yours.” Bondita continued. “We are keen on out-of-court settlement if our basic ...

Purnota: Chapter Twenty Six

Bondita was surprised to find Binoy in the living room of the Roy Chowdhury house as she entered the premises early in the morning. Trilochon sat with his brother, looking serious as they discussed some paperwork, as Bihari walked out with tea. Noticing Bondita so early in the morning, Trilochon looked up questioningly. “I have some errands to run before the office.” Bondita smiled as Trilochon nodded. She had to pay some bills and deliver some of the orders Kalindi had finished because her ankle hurt in the morning. Trilochon enquired about her need for medicines as Bondita reassured him that she had made sure of it. Bondita briefly eyed Binoy, who showed no interest in her or the conversation, as he remained focused on the papers. Bondita cleared her throat, informing Trilochon that she should be on her way. “I think you should show her the papers, Binoy.” Trilochon stopped her as he suggested to Binoy, who eyed Bondita briefly. He looked unsure as Bondita opened her mouth, shaking h...

Purnota: Chapter Twenty Eight

“I… made tomorrow’s schedule.” Bondita cleared her throat. She was about to leave the study room after she had made the next day’s schedule for Aniruddha to check when he entered the house. He seemed preoccupied, as he did not notice her presence and walked towards the study room, only to stop at the threshold and spot her pretending to arrange the files. Aniruddha moved away from the threshold towards his desk, making space for her to leave as he removed his glasses and placed them down.  “You should take that job in Kolkata.” Bondita stopped but did not turn as he continued. “It's a good opportunity to make contacts in the High Court and get paid well.” Bondita’s throat dried as she did not respond. “Thamma can stay here, you can visit on weekends.”  He wanted her to leave; what more could she say? She walked away without exchanging any words. Aniruddha sat in the high chair, watching her leave as he sighed. He clasped his hands together, realising they were sweaty. He sudde...

His Wife

" Where is the Kesar, Rama? And the Kalash?" Ajabdeh looked visibly displeased at the ladies who ran around. " They are at the fort gates, and nothing is ready yet!" She exclaimed. She was clad in a red lehenga and the jewellery she had inherited as the first Kunwarani of the crown prince. Little Amar ran down the hallway towards his mother. " Maasa Maasa... who is coming with Daajiraj?" His innocent question made her heart sink. " Bhanwar Ji." Sajja Bai called out to him. " Come here, I will tell you." Amar rushed to his Majhli Dadisa., " Ajabdeh." She turned at Jaivanta Bai's call. "They are here." " M... My Aarti thali..." Ajabde looked lost like never before. Jaivanta Bai held her stone-cold hands, making her stop. She patted her head and gave her a hug. The hug gave her the comfort she was looking for as her racing heart calmed down. Jaivanta Bai left her alone with her thaal. " Maa sa!" ...

Purnota: Chapter Twenty Nine

“Boro Malik is waiting for you.” Bihari’s words made Aniruddha look confused. “He has something to talk about.” Aniruddha eyed the watch on his left hand; it was past dinner time. He stepped into the house to find voices in the living room. He walked in curiously and found Trilochon speaking to a guest. “There he is!” Before Aniruddha could answer Trilochon’s queries, his eyes fell on the guest. Saudamini stood up, turning to him with a formal smile. She looked different with the Sindoor and Shakha Pola, a Tant saree and a gold chain around her neck. Aniruddha was a little surprised to see her, and it showed on his face, perhaps as Trilochon briefed him that Mini was here to sell off the property belonging to her father and wanted some legal advice. Aniruddha nodded, smiling back at her as he directed her to the study. “Oh, Mini is here to sell off the house.” Bondita looked wide-eyed at Kalindi and shook her head. “Why did you not tell me that before? I will go see her now.” She was a...