Skip to main content

Jomidar Ginni

জমিদার গিন্নি



“ ও বৌ, বলি ও বাড়ির বড় গিন্নিকেও ডেকেছ দেকচি! “ খানিক ক্ষুব্ধ সুরে বলে উঠলেন উমা ঠাকুমা । সম্পূর্ণা মুখ তুলে শাশুড়ির দিকে চায়। বয়েস তার একুশ বাইশের বেশি হবেনা কিন্তু বিয়ে হয়েছে বহুদিন , তা বছরের হিসাব পাড়াগাঁয়ে কে রাখে? বিয়ের এতদিন পর সংসারে খুশির কারণ এসেছে। অনেক দুঃখের দিনের পর আজ সাধ পূরণ  তার।  প্রাণের চেয়ে প্রিয় ছোট বোনটিকে বাদ দেয় কি করে সে ? হোক না বন্দিতা জমিদার বাড়ির বড় বউ, তাতে কি রক্তের সম্পর্ক মুছে গিয়ে বড় হয়ে দাড়ায়ে শুধু তাদের শ্রেণীগত বিভাগ? শাশুড়ি মুখ বেঁকিয়ে বলেছিল, “ডাকচো ডাকো বাপু, কিন্তু সে আসবেনা। তারা আমাদের ভগবান, তা শুনেছো কোনদিন ভগবান গরিবের ঘরে এসে দাড়িয়েছে, বাছা?”

তবে জমিদার বাড়ির বড় গিন্নি বন্দিতা কে দেখে উমা ঠাকুমার সুর যেন অন্য রকম। 
“ঈয়ে .. মানে ও বৌমার নিজের পিসির মেয়ে কিনা তাই.. “ ইতস্তত করে বলেন বাড়ির গিন্নি।
“জমিদারের বউ, তাই লোকে সাহস করে দু’চার কথা বলেনা কিন্তু বিয়ে তো হল অনেকদিন।” উমা ঠাকুমা চোখের কোন দিয়ে দেখলেন কেমন দেবতার আগমনে সরগোল পরে গেছে। সম্পূর্ণার দিকে আর কারো দৃষ্টি নেই। 
“তা বাচ্চাকাচ্চা তো হলনি । অমন মেয়ের দৃষ্টি যদি তোমার ঘরের কুলদীপের উপর এসে পরে তা কি ভাল হবে বাছা?” বাঁড়ুজ্জে গিন্নি কেমন জানি ভয় পেল। কথা তা তো নেহাত ভুল না। যেমন করেই হোক না কেন, বিয়ে তো হয়েছে একই দিনে, অনেক বছর হল বই কি। হন্তদন্ত করে অতিথি সৎকার করতে গেলেন তিনি। মনের আশঙ্কা  প্রকাশের অবকাশ নেই তার। 

দামি তসরের উপর কাঁথার কাজ করা হলদে লাল শাড়ী পরে যিনি সম্পূর্ণার সম্মুখে এসে দাড়িয়েছেন , এই সব আলোচনা যাকে ঘিরে, সেই বন্দিতার বয়েস ষোলোর বেশি হবেনা। উমা কাকিমা বিদ্রুপ করলেও এই ক’বছরে তুলসীপুরের গ্রাম ও মানুষের কাছে তাদের ছোট মালকিন বন্দিতা সত্যি করে হয়ে উঠেছে ভগবান তুল্য । জমিদার বাড়ির একমাত্র গিন্নি হয়েছে সে, মাত্র আট বছর বয়েসে দুই মাতৃহীন ঠাকুরপোর বন্ধু হয়েছে সে। গ্রামের মানুষের সুবিধা অসুবিধা শুনে নির্দ্বিধায় জমিদার ত্রিলোচন রায় চৌধুরীকে জানায় সে। সম্পর্কে তিনি তার জ্যাঠা শ্বশুর হলেও  বদ মেজাজি জমিদার বাবু তার “মা” ডাকা এই বৌমাটির নালিশ ছেলের মত চুপ করে শোনেন বটে। সারা গ্রাম জানে সে কথা। তাই তাদের সুখে দুখে পাশে দাড়ান এই জমিদার গিন্নি ভগবান না হলেও মাতৃতুল্য বটেই। সেই যে সেবার যখন দত্তদের মেয়ের বিয়ে প্রায় জন্য ভেঙে যেতে বসেছিল, নিজের হাতের বালা নির্দ্বিধায় খুলে দিয়ে তাদের উদ্ধার করেছিল বন্দিতা, আশাও করেনি যে তারা তার ঋণ শোধ করবে। বলেছিল এই কথা যেন জমিদারবাবু জানতে না পারেন। 
“আমাদের মতো ঘরের মেয়ে কিনা, তাই আমাদের কষ্ট বোঝেন তিনি।” তখন এই মহিলাবৃন্তই চোখ মুছে বলাবলি করেছিল। 

বন্দিতার পড়াশুনা নিয়ে সে কি কম ঝামেলা দেখেছে তুলশিপুর? এই যে সম্পূর্ণার শ্বশুরমশাই , জমিদার বাড়ির খাজাঞ্চী, উনিই তো বলেছেন এসে সবাইকে রসিয়ে রসিয়ে সেসব ঘটনা। বাপ ছেলের সে কি ঝগড়া, কাক চিল বসার যো নেই । তা বিয়ে করেছিস কর, গরিবের মেয়ের উপকার করেছিস, জাত কুল বিদেশেই বর্জন করে এসেছিস, তা বলে এমনটা কি কেউ কোনো দিন শুনেছে? বাড়ির বউ কিনা ইস্স্কুল যাবে, ইংরিজি শিখবে, তাও আবার তুলসীপুরের জমিদারবাড়ির বড় বউ? 

অনিরুদ্ধ বাবু কি বিলেত থেকে ফিরে পাগল টাগল হলেন নাকি? তা এখানে যা গরম ওনার সয় না  বোধ হয়।  এমন রসিকতা ও সরগোল বেঁধেছিল পঞ্চায়তের মোড়লদের গড়গড়ি টানা আড্ডাখানায়ে। তা কেউ যা কোনদিন ভাবেনি  তাও হল। বন্দিতা শাড়ী জুতো মোজা পড়ে জমিদারদের ফিরিঙ্গি গাড়ি চড়ে স্কুলেও গেল, স্বামী নিজে তাকে নিয়ে গেলেন সর্বসম্মুখে। আবার অনিরুদ্ধ বাবুর তাগিদে আর বন্দিতার শিক্ষায় তুলসীপুরেও ক’বছরের মধ্যেই খুলে গেল মেয়েদের ইস্কুল। তাতেই তো কাজ করে সম্পূর্ণার দেওর। 


“তা বাপু এতই যে ঢলানি দেখি কত্তা গিন্নির” হেসেই বললেন মিত্র বাড়ির ছোট বউ, “তা একটা সন্তান হচ্ছেনা কেন?” তার কথায়ে অনেকেই সায় দিল। “বলি গরিবের মেয়ের কোন দোষ ঢাকতে এই পড়াশুনার অজুহাত?” 

“আমি তো শুনেছি আধা সপ্তাহ সেই কলকাতায় পরে থাকেন উনি, তা সেখানে কি মধু আছে কে জানে?” উমা ঠাকুমা গলা নামিয়ে বলল। তাদের সকলের চোখ বন্দিতার দিকে, কি যেন উপহার এনেছে সে দিদির জন্য। সম্পূর্ণা ধরতে গেল কিন্তু তার শাশুড়ি তা আগেই ছিনিয়ে নিয়ে, জমিদার গিন্নিকে বসতে দিলো  আসন পেতে। 

“আরে, ও বউ, তুমি দেখি কিছুই জানো না!” বলে উঠল মিত্তির গিন্নির শাশুড়িমা, “উনি যে উকিল! কাজে যান হয়তো।”

“তুমি থামো তো গিন্নি।” উমা ঠাকুমা আবার বিদ্রুপ করলেন “ শাশুড়ী হয়ে  গেলে তাও বুদ্ধিশুদ্ধি হলোনা। তা রোজ রোজ কলকাতা তে কাজ থাকলে বউকে নিয়ে গেলোনা কেন ওখানে? অনেকেই যে যায় আজকাল কলকেতে থাকতে।”

“আহ! তাহলে ওই কচি গ্রামের মেয়েগুলোর মাথা খাবে কি ভাবে শুনি? তারা নাকি পড়ে মহা দিগ্বজ  হবে, দেশ উদ্ধার করবে।” হঠাৎ হেসে উঠলেন সকলে।


বন্দিতা মেঝের দিকে চেয়ে মন দিয়ে শুনছিল সম্পূর্ণার কথা, জামাই বাবু মামাকে চিঠি পাঠিয়েছে, তারা আসবে মেয়ে কে দেখতে। তার শ্বশুরমশাই রাজি থাকলে নিয়ে যাবে তাকে বাড়িতে। কতদিন বাড়ি যায়নি বন্দিতা। বন্দিতার মা আসবে কি? বিধবাদের তো আবার শুভ কাজে আসা নিষেধ। অনেকদিন মা কে দেখেনি সে। কিন্তু সে কথা জিজ্ঞেস করা কি উচিত? বন্দিতা জানে জামাইবাবু কাজ করে ব্যারিস্টার বাবুর কাছে। তার যে কোন জিজ্ঞাসাকে আদেশ ভাববে এরা। হয়তো জামাইবাবু লিখে জানাবে মামাকে। মামীর টিকিটে আসবে মা। সম্পূর্ণা দিদির এখন মামীকে বেশি দরকার। হঠাৎ হাসির শব্দে তাকায় সেদিকে। তাকে চাইতে দেখে মহিলারা এমন হাবভাব করতে লাগলেন যেন তাকে সেখানে প্রথম দেখলেন তারা। 


“আরে , জমিদার গিন্নি যে, ভালো তো?” বন্দিতা একটু হেসে মাথা নাড়ে । সে জানে এরা তার ভালো জানতে চায়না । এদের সবার মুখ তার চেনা, চরিত্র জানা। দূরে বসে সে বলে দিতে পারে এরা কার  বিষয় কি কথা বলছিল। কিন্তু থাক সে সব কথা। প্রয়োজন পরলে সে তাদেরও  শুনিয়ে দিতে পারে, শুনিয়েছেও বহুবার। আজ নয়। আজ শুধু সম্পূর্ণা দিদির বোন সে এখানে। এদের শুনিয়েও বা কি লাভ। ব্যররিস্টার বাবু বলেন, কিছু লোকের কথায় কান না দেওয়াটাও বুদ্ধিমানের লক্ষণ, বুঝলে বন্দিতা? বন্দিতার হঠাৎ হাসি পেল । উনি এখানে থাকলে তাদের সাথে দক্ষ যজ্ঞ বেঁধে যেত। তাহলে কি তার বুদ্ধি ওনার থেকে বেশি? নিজের ভাবনায়ে  হেসে ফেলে বন্দিতা। 

“কিরে, হাসছিস কেন?” সম্পূর্ণার কথায়ে আচমকা তাকাল বন্দিতা। তার দৃষ্টিতে বরাবরই বুদ্ধিমত্তার ছোয়া । সম্পূর্ণা অনেকবার শুনেছে নিজের শাউড়ি মা বা স্বামীর থেকে বন্দিতাকে আপনি আজ্ঞে করতে, ছোট থেকে দেখে আসা বোনটির জন্য সেসব সম্বোধন আসেনা তার। বন্দিতা বা জামাইবাবু জমিদারবাড়ি বা এই গ্রামের অন্যদের মতন বিশ্বাস করেনা শ্রেণী বিভাগে। তাই বোধ করি সম্পূর্ণার সুবিধাই হল। 


“আমি উঠি।” হঠাৎ বন্দিতার কথায়ে  তার  হাত আলতো  করে চেপে ধরলে সম্পূর্ণা। জোর সে করতে পারেনা। বন্দিতা শুধু তার বোন  নয়, মনিব ও বটে। সেটা অস্বীকার করার মতন ক্ষমতা তার নেই। 

“সে কি! খাবিনা ? আমার সাধ পূরণ দেখবি না?” জিজ্ঞাসা করে সম্পূর্ণা। ম্লান হেসে ফেলে বন্দিতা, “আমি যতক্ষণ আছি, তোমার তো অনুষ্ঠান হবে না গো  দিদি, আমি যাই।”

“বন্দিতা শোন , আসলে এরা …”

“থাক না দিদি, আবার আসব একদিন। ব্যারিস্ট্রা বাবু বলেছেন কলকাতা নিয়ে যাবেন একদিন আমাকে, তোমার জন্য কিছু জিনিস নিয়ে আসব। মামারা  এলে ওবাড়ী যেতে বোলো, কেমন?” সম্পূর্ণার চোখ ছলছল করে, তা হয়তো শুধু বন্দিতা দেখে। হাতে হাত রেখে সরিয়ে নেয় সে। 

“আমি যাই  আজ  দিদি, অনেক বেলা হলো, সবাই বসে থাকবে। কেউ তো খায়না আমি ভাত বেড়ে না দিলে, উনিও এলেন বলে।” হন্তদন্ত করে উঠে পড়ল জমিদার গিন্নি।






Popular posts from this blog

My Everything

Kunwar Pratap stormed into the Mahal at Gogunda amidst uncertainty and chaos. Happy faces of the chieftains and soldiers welcomed him as Rawat Chundawat, and some other chieftains stopped the ongoing Raj Tilak. A visibly scared Kunwar Jagmal looked clueless at a visibly angry Kunwar Pratap. Rani Dheerbai Bhatiyani hadn't expected Kunwar Pratap to show up, that too, despite her conveying to him his father's last wish of crowning Kunwar Jagmal. Twenty-one days after Udai Singh's death, she was finally close to a dream she had dared to dream since Jagmal was born. He was not informed about the Raj Tilak as per Dheerbai's instructions. She eyed Rawat Ji. He must have assembled the chiefs to this revolt against her son, against the dead king. No one except them knew where Kunwar Pratap was staying. It was for the safety of his family. " What are you doing, Chotima?" A disappointed voice was directed at her. She could stoop down so low? For the first time, an anger...

Purnota: Chapter Thirty Three

Aniruddha stepped out of his room, in a wrinkled Kurta, with a towel and toothbrush, to almost bump into Bondita, who was hurrying out of her room, trying to wear her watch on the go. He stopped before she barged into him and spotted her in one of Thamma’s Dhakai sarees. It was a white-on-white saree she had worn with a quarter-sleeved black blouse. Her hair was bunned with a claw clip, and she wore a small black Teep complementing her Kajol-drawn eyes. She looked slightly startled as she stopped at his dishevelled appearance and looked away at his stare. “Why are you…” He cleared his throat to do away with his morning groggy voice, “Dressed up?” Bondita shook her head at his words. “Because I have camp today, the NGO representative is waiting downstairs.” At her words, Aniruddha nodded and promptly held her wrist to check her watch. Bondita eyed his index finger and thumb, briefly brushing around her wrist as he suppressed a yawn. “But… It's 7 AM.” Bondita smiled, amused at his wo...

Purnota: Chapter Thirty Six

Bondita opened her door in the usual hours of the morning and found Thamma and Jyatha Moshai on the couch in their living room, sipping tea. She had half sat on her bed, leaning against the pillow all night, imagining her plight when she faced Aniruddha in the morning. What if he did not think of it as much as she thought of his actions? What if that was his uncomfortable way of comforting her because she was upset? But what about his eyes, his gestures? Had she misread all of it? Bondita blushed to herself the moment she remembered how his eyes followed her around for the past two days. Bondita was hurrying through her daily chores, eyeing the clock, for she would be late for work and overheard Trilochon lament about things not changing since Binoy left. He thought that things were getting better at home, but as soon as Aniruddha had left for Sunderban, Binoy informed him that he had changed the attorney in charge of his case. Bondita frowned slightly as her hand stopped at wearing th...

Purnota: Chapter Thirty Five

“The bride is older than the groom.” Aniruddha heard one of the older villagers speak in a judgmental tone. “No wonder the higher castes don’t attend such atrocities.” He eyed the younger man he was talking to, who smiled. Aniruddha was sitting beside them on a bench in the open courtyard of a house where the wedding rituals were taking place. Tirio and Tumdak were playing rhythmically in a corner as some women danced to the tunes surrounding the new bride and groom. The men sat on the other side of the courtyard.  “Forget about the Brahmins, we don’t expect them to come.” The younger man shook his head. “As for traditions, what is wrong if the bride is older?” He smiled sheepishly at the older man. “What’s wrong? Everything. Master Moshai, you can be educated, but our ancient traditions have reasons. The groom must be older than the bride. It has some reason.” He shook his head. The teacher, in turn, educated the man that it was a perfectly normal Santhali ritual to marry older wo...

Purnota: Chapter Thirty Seven

“Why will Bondita not come for Holi?” Asha asked as she inspected the colours, Abir, Pichkiri and balloons Somnath had ordered from Baro Bazaar. He shrugged. “She is scared of colours, I think.” Asha smiled, a little amused at her clueless husband. “She is not ten anymore.” He looked up at her words with a sheepish smile, “Well, I never saw her play Holi, perhaps Dadabhai knows the reason.” Asha contemplated her husband’s words. She did not share a relationship with Aniruddha frank enough for him to share things about Bondita. It would be easier for her to ask Bondita instead. “If you wish for her to come,” Som said, like he could almost read her mind, “Perhaps you can invite her. She won’t say no to you.” Asha nodded. “It will be good to have the whole family together. It's not been so since the wedding.” She smiled. Som agreed as he matched the list with the things. “Yes, and Baba will be coming too, he told me not to tell Jethu, but I was surprised by that.” “Maybe because he an...

Scheme of Things

The ousting of Shams Khan and his troops from Chittorgarh earned Kunwar Partap Singh overnight fame across the land as tales of his bravery made their way through the dunes and hills, across rivers and borders to lands far and beyond. At thirteen, he had commanded an army troop to take over the fort of Chittorgarh and restore Mewar’s borders to their former glory. People started comparing him to his forefathers, the great Rana Kumbha, who built forts across Mewar and his grandfather, Rana Sanga, who had united all Rajputs against external threats. As bards sang praises of the prince, gossip soon followed. Gossip was the most entertaining one could get in the mundane city lives and village gatherings, and it often travelled faster than the fastest Marwadi horse. So alongside the tales of his absolute bravery and how he hoisted the Mewari flag on the fort, were the stories of how his life was in danger, the king and queen did not quite get along and how he was made to live in poverty by ...

Purnota: Chapter Thirty Four

“You are cheating, he can’t play!” Bondita was attracted by the commotion downstairs as she opened the window of her room. She walked out to the balcony to inspect it. It was Sunday, and Padma had promised to make Chicken Curry, knowing Bondita had invited Tapur to join them for lunch. In the courtyard was a group of boys, probably Sidhu’s friends, with a broken pipe for a bat, a wooden plank for a wicket kept between two bricks and a rubber ball, arguing over a game of cricket. Bondita’s eyes stopped at Aniruddha, marking a line with chalk and then measuring feet using steps to mark the boundaries. Bondita looked amused at the sight. “Batuk. You went out fair and square; give me the bat.” Bondita put her hands on her waist as she commanded. Batuk refused to part with his new bat. Som frowned at his brother. “She is right; it was a clean bowl. Give her the bat!” Som commanded. “I was not ready.” Batuk shook his head. “She knew that.” “It's still out.” Bondita frowned. Aniruddha wal...

Purnota: Chapter Thirty Eight

Trilochon was so overwhelmed that Binoy came for the Pujo and Kirtan on Dol Purnima. Their neighbours, friends and acquaintances had all gathered in the Thakur Dalan, first for the pujo when the idol of Sree Radha and Sree Krishna were worshipped in the Dalan, and Horir Loot of Batasha and Naru were distributed. Unlike in the village, people here, especially children, did not fight over the Horir Loot . Bondita and Batuk took part in the ritual like they used to as kids, counting the number of Batasha each of them had, amusing the elders who reminisced about their childhood and how Batuk snatched Bondita’s share and ran as she chased after him, shouting. The Kirtan followed the pujo, the tales of Sree Krishna’s prowess, his Leela and Radha’s sacrifice were sung with the sounds of Dhol and Khanjani . It followed the devotional songs praising Chaitanya Mahaprabhu and his praises to Lord Krishna. Bondita not only liked the stories of Kirtan but also how the crowd joined in the singing and...

The Difficulties

“The best of our characters are often reflected in our children.” Kunwar Shakta had visited the court at Udaipur after a Turk marriage offer was turned down by Rana Udai Singh for the third time for one of his Princesses. The Ranimahal at Chittorgarh buzzed with rumours of him warning his father about the consequences of enemity with the Turks and also about the impending doom of Mewar. He had apparently irked Kunwar Partap by suggesting a peace alliance with the Timurids was beneficial to Mewar. Rana Udai Singh, in his anger, had banished him from his court. Kunwar Shakta had sworn not to be associated with the royal family any further and to join allies with the Turks. Rawat Chundawat was calm enough to pacify the angry prince and offer him to shift to Bassi and give his decision a second thought. However, Kunwar Partap had refused to abandon Chittor, defying his father’s orders for a shift to the newly founded capital with his Ranimahal. He wanted to stay at Chittorgarh, which...

Endless

Kunwar Pratap reached the Dangal. Ranima had ordered Ajabdeh to practise regularly. She was nowhere around since he woke up that morning. He had assumed she was with Ranima for the morning prayers, but then she was not in the Dangal on time, either. Ajabdeh was never late. He felt a little uneasy as he picked up the sword. A thunder made him look up at the gloomy sky as he felt the first drop of rain. A little wet, he ran through the corridors.   Ajabdeh had woken up feeling unwell. He was sleeping after a tiring day, so she decided against calling him and, more, worrying him. She bathed, hoping to feel better, performed her puja and went to the gardens for some fresh air. Still feeling uneasy in the gloomy weather, she decided that playing with Parvati might make her feel better. After some talk with Bhago and playing with Parvati, she stood up from the floor and felt dizzy. Bhago caught her hand. " Are you all right?" " I just felt a little dizzy. I don't know why...